পিতার হত্যার বিচার চেয়ে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৯ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

পিতার হত্যার বিচার চেয়ে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালীর শ্মশান ঘাট সংলগ্ন রাস্তায় মাকসুদুর রহমান তালুকদারকে পরিকল্পিত ভাবে হত্যার প্রতিবাদে মেয়র ও তার লোকজনের বিরুদ্ধে মরহুমের পরিবার ও এলাকার লোকজনের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০ টার দিকে ঘন্টাব্যপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচীতে মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সহ শতাধীক লোকজন উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন নিহত মাকসুদুর রহমান তালুকদারের ছোট বোন ঝুমা, বড় মেয়ে মিশু, ছোট মেয়ে লিশাত, ছোট ভাই ও ভাইয়ের ছেলে। বড় মেয়ে মিশু ও ছোট মেয়ে লিশাত জানান, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহাম্মেদ ও তার লোক জন মিলে পরিকল্পিত ভাবে আমাদের বাবাকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চায়। আমরা থানায় অনেক বার হত্যা মামলা করতে গিয়েছি কিন্তু ওসি আমাদের কোন কথায় কর্নপাত করেন নাই এবং অভিযোগ গ্রহণ করে নাই। এছাড়া মেয়র এবং তার লোকজন আমাদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখাচ্ছে।

পরিবারের অন্যান্য লোকজন এবং এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী ও আইনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই পরিকল্পিত হত্যার বিচারের দাবি জানান। উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দিকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমদ চৌধুরী পটুয়াখালীতে নদী ও খাল দখল মুক্ত করার লক্ষ্যে শ্মশান ঘাট এলাকা পরিদর্শন করতে গেলে মাকসুদুর রহমান তালুকদার ও তার ভাইয়ের ছেলে মোঃ নাসির উদ্দিন তালুকদার উক্ত স্থানের জমির মালিক হিসেবে কথা বলার সময় পৌর মেয়র মহিউদ্দিন যে সরকারী খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মান করেছে সে বিষয়ে বলতে গেলে মেয়র মাকসুদুর রহমান তালুকদার ও তার ভাইয়ের ছেলে নাসির উদ্দিন তালুকদারের উপর চড়াও হয় এবং গালি দেয়।

এসময় নাসির উদ্দিন তালুকদারের উত্তর দিলে মেয়র তাকে পুলিশকে গ্রেফতার করতে বলে। এর কিছু সময় পরে মাকসুদুর রহমান তালুকদারের মৃতদেহ পাওয়া যায়।

পাত্রিকা একাত্তর /মনিরুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news