পুলিশ পরিচয়ে দোকান থেকে চাউল নিয়ে উধাও

নীলফামারী জেলা প্রতিনিধি

৯ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

পুলিশ পরিচয়ে দোকান থেকে চাউল নিয়ে উধাও

নীলফামারীর ডোমারে পুলিশ পরিচয়ে অভিনব কৌশলে চৌতা চাউলের দোকান থেকে ৮ বস্তা চাউল নিয়ে উধাও হয়েছে কোট পরা এক প্রতারক।

গত বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর)আনুমানিক বিকেল ৫টার দিকে উপজেলার হরিনচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ হাটের চৌতা চাউলের দোকান এই প্রতারণার শিকার হয়েছে। দোকানদার চৌতা রায় জানান, গতকাল বিকেল বেলা এক কোট পরা ব্যাক্তি আমার দোকানে এসে পুলিশ পরিচয় দিয়ে আমার দোকানে থাকা চাউল দেখে বলেন এই চাউলের ভাত আমার স্যার খুব পছন্দ করেন।

আমরা নীলফামারীতে এই চাউল পাইনাই বলে আমার দোকান থেকে ৮ বস্তা চাউল বাকিতে নেয় এবং বলে আপনার পরিচিত একটা অটোতে চাউলের বস্তা তুলে দেন আর একজনকে সাথে দেন নীলফামারী পুলিশ লাইন্সে গিয়ে টাকাদিবো।আমি তার কথা মত আমার দোকানের আকরামকে মোতালেব'র অটোতে করে পাঠিয়ে দেই পরে শুনি নীলফামারীতে গিয়ে চাউল সহ উধাও হয় পুলিশ পরিচয়ে কোট পরা ব্যাক্তি। আমি এখন আইনের আশ্রয় নিবো।

আকরাম জানান, আমাদেরকে নীলফামারী কাচাবাজার নিয়ে আমাকে বলেন একটা ফোন নাম্বার (০১৬৪-৩৯২১৯৫৩) দিয়ে টাকার জন্য যোগাযোগ করতে। আমি ফোন দিলে বলে সৈয়দপুর থানায়এসে টাকা নিয়ে যাওথানায় আছি।

আমি থানায় গিয়ে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাই। পরে পুলিশদেরকে বিষয়টি জানালে তারা বলেন এটা আমাদের থানার কারো নাম্বার নয়।এদিকে অটোড্রাইভার বলেন, আমাকে বলে এই অটো থানায় ঢুকতে দিবেনা বলে অন্য অটোতে চাউলের বস্তা গুলো নিয়ে চলে যায়।

পত্রিকাএকাত্তর /সাহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news