দপদপিয়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ৩১/১০/২০২২, ৯:১৬ অপরাহ্ণ / ৯০
দপদপিয়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

দপদপিয়ায় মাথাচারা দিয়েছে একাধিক কিশোর গ্যাং। এর মধ্যে ‘রাহান’ গ্রুপ সম্প্রতি বেপরোয়া হয়ে উঠেছে। এসব কিশোর গ্যাং এলাকায় আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, প্রেমে বিরোধ, মাদকসহ নানা অপরাধে কিশোররা জড়িয়ে পড়ছে। এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে স্থানীয় ‘রাহান নামে এক কিশোর।

জানাগেছে রাহান তিমিরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।স্থানীয় কিশোরদের নিয়ে তাদের পরিচালিত গ্যাং এখন ইউনিয়নজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, স্কুলছাত্র রাহান কিশোরদের নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। এ অবস্থায় যত দ্রুত সম্ভব তাদের লাগাম টেনে ধরতে অভিভাবক ও প্রশাসনের প্রতি দাবি উঠেছে।

আইনশৃঙ্খলাবাহিনী জানায় কিশোরদের দমাতে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। তবে কিশোর গ্যাংয়ের সদস্যদের তৎপরতা রোধে শিগগিরই অভিযান চালানো হবে।

পত্রিকা একাত্তর