বৃষ্টি হলেই ভিজে যাচ্ছে শিক্ষার্থীর পাঠ্যপুস্তক

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৮ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

বৃষ্টি হলেই ভিজে যাচ্ছে শিক্ষার্থীর পাঠ্যপুস্তক

"ঝুকিতে ক্লাস করছে নন্নী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।" একটু বৃষ্টি হলেই ছাঁদ থেকে পানি পড়ে ভিজে যাচ্ছে শিক্ষার্থীর পাঠ্যপুস্তক। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী উচ্চবিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, স্কুলটির অধিকাংশ ক্লাসরুমের অবস্থা খুবই জড়াজীর্ণ। একটু বৃষ্টি হলেই ছাঁদের পানি চুয়ে ভেতরে পড়ে।বিদ্যালয়টির অধিকাংশ শ্রেণীকক্ষই প্রায় অকেজো।

স্কুলের নবম শ্রেণির এক ছাত্র জানান, তাদের স্কুলের ছাঁদের অবস্থা খুব খারাপ, ছাঁদের প্লাস্টার ভেঙে পরে। একটু বৃষ্টি হলেই তাদের ক্লাসরুমের ভেতরে ফোঁটায় ফোঁটায় পানি পড়তে শুরু করে। মেঝেতে পানি জমে যায়।

১৯৫৯সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে দো'তলা ভবন নির্মান হয় ১৯৯৫ সালে। যে ভবনটি নির্মানের দুবছর পর থেকেই ছাঁদ চুঁয়ে পানি পড়তে শুরু করে। ছাঁদ চুঁয়ে পানি পড়া সংস্কারে জলছাঁদ করেও হয়নি রেহায়।ছাঁদ চুঁয়ে পানি পরার কারণে নষ্ট হয়ে যায় বৈদ্যুতিক পাখা। দিন দিন ভবনটিতে ক্লাস করা বেশিই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। লেখাপড়ার সুবিধার্থে যথাযথ কর্তৃপক্ষের কাছে নতুন ভবন নির্মান করে দেওয়ার দাবী জানিয়েছেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান,আমাদের নন্নী উচ্চবিদ্যালয়ে ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি। এই শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য উপযুক্ত পরিবেশ এখন আর নেই। কারণ একটু বৃষ্টি হতে না হতেই ছাঁদ চুঁয়ে পানি পরে লেখাপড়ায় বিঘ্ন ঘটায়।

দেয়ালের প্লাস্টার,ছাঁদের প্লাস্টার মাঝেমধ্যে এমনিতেই ভেঁঙে কখনো শিক্ষার্থীর মাথায় আবার কখনো বেঞ্চে আবার কখনো ফ্লোরে পড়ে। দোতলার প্রত্যেকটি শ্রেণিকক্ষে ক্লাসকরা এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আমারা নতুন ভবনের জন্য স্থানীয় এমপি মহোদয়ের নিকট আবেদন করেছি উনি আমাদের আশ্বস্ত করেছেন, তবে এটা কবে নাগাদ বাস্তবায়ন হয় সেটা বলা যাচ্ছে না। লেখাপড়ার মান উন্নয়ন এবং উপযুক্ত পরিবেশের জন্য আমাদের নতুন ভবন অতিব জরুরী।

পত্রিকাএকাত্তর / এস এস আর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news