দিনাজপুর সীমান্তে হত্যা প্রমাণ করে দিল্লী সফর ব্যর্থ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

৮ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

দিনাজপুর সীমান্তে হত্যা প্রমাণ করে দিল্লী সফর ব্যর্থ

আজ ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডেমোক্রেটিক লীগ (ডি.এল)’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি বলেন, আজ দিনাজপুর সীমান্তে হত্যা প্রমাণ করে শেখ হাসিনার দিল্লী সফর ব্যর্থ। দিল্লীর গোলামির জিঞ্জির গলায় পরে কখনো স্বাধীন বাংলার নেতৃত্ব দিতে পারেনা। সীমান্তে স্কুল পড়ুয়া যুবক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, সীমান্ত হত্যা রুখতে দিল্লীর সেবাদাস সরকারের পতন ঘটিয়ে স্বাধীন সার্বভৌম জাতি প্রতিষ্ঠার শপথে ঐক্যবদ্ধ আন্দোলনে ২০ দলীয় জোট, ইসলামী দল সমূহকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি।

সাইফুদ্দিন আহমেদ মনি বলেন, দেশে গণতন্ত্র আজ নিবার্সিত। নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আওয়ামী লীগ সরকার ও তার নির্বাচন কমিশনের উপরে জনগণের কোন আস্থা নেই। সরকারের আজ্ঞাবহ কমিশন প্রহসনের সংলাপের মাধ্যমে আরেকটি পাতানো নির্বাচনের মাধ্যমে সরকারকে আবারো ক্ষমতায় রাখার ষড়যন্ত্র চালাচ্ছে।

রাজপথে আন্দোলনের মাধ্যমে এই ষড়যন্ত্র প্রতিহত করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। তাই মোদী—হাসিনার এই পাতানো নির্বাচনের ফাঁদে পা না দিয়ে রাজপথেই এ রাজনৈতিক দুর্বৃত্তদের হঠাতে হবে।

পত্রিকাএকাত্তর /নাসিম আহমেদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news