ডোমারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি’র প্রশিক্ষণ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৪ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

ডোমারে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি’র প্রশিক্ষণ উদ্বোধন
উদ্বোধক: ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম

নীলফামারীর ডোমারে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের উদ্বোধন করা হয়েছে আজ।

রবিবার (৪ঠা সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ’ এর ১ম ধাপের উদ্বোধন করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কল্পনা রাণী দাস।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. রুবেল ইসলাম, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আনসার কমান্ডার মো. রাকিব ইসলাম প্রমূখ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সমাজ থেকে যৌতুক, বাল‍্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে ভিডিপি সদস্যদের সহযোগিতা চায় প্রশাসন। এছাড়া নিয়মকানুন, শৃঙ্খলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখা হয়।

প্রসঙ্গতঃ গত ৩১শে আগষ্ট প্রাথমিক যাচাই-বাছাই শেষে ইউনিয়নের ৩২ জন নারী ও ৩২ জন পুরুষকে নির্বাচন করে আজকে তাদেরকে নিয়ে ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শুরু করা হয়। যা আগামী ১৫ই সেপ্টেম্বর অব্ধি চলবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news