টিসিবির মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয়ে শুভ উদ্বোধন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

২ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

টিসিবির মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয়ে শুভ উদ্বোধন

জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত সদর খাদ্য গুদাম, চুয়াডাঙ্গা''য় ০১.০৯.২০২২ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সারা দেশব্যাপী চাল ও আটা খোলা বাজারে বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু হয়েছে। ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারিরাও অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারবেন।

স্বাধীন বাংলাদেশে বাঙালি জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত কৃষি বিপ্লবের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মানের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মানবিক বিবেচনা ও সাহসী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরোও বলেন, খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সারা দেশে ৮১১টি থেকে ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে মোট ২ হাজার ৩৬৩টি কেন্দ্রের ডিলারদের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হবে। খাদ্যবান্ধব কর্মসূচিতে মোট ৫০ লাখ সুবিধাভোগী পরিবারকে প্রতিমাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। টিসিবির ফ্যামিলি কার্ডধারিরা ওএমএস কেন্দ্রে এসে আলাদা লাইনে দাঁড়িয়ে চাল নিতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনরূপ দায়িত্বে অবহেলা করার সুযোগ নেই।

বাংলাদেশ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকলের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক চুয়াডাঙ্গা, আহাঙ্গীর আলম মালিক খোকন, মেয়র চুয়াডাঙ্গা পৌরসভা, শামীম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার চুয়াডাঙ্গা সদর, জনাব ধিমান সেন, গবেষণা কর্মকর্তা (এফপিএমইউ), খাদ্য মন্ত্রণালয়, ঢাকা, জনাব এ, কে, এম শহিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক চুয়াডাঙ্গা, রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখা, মুন্সি আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখা, চুয়াডাঙ্গা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চুয়াডাঙ্গা।

পত্রিকা একাত্তর /তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news