ভাউলাগঞ্জ কলেজের অধ্যক্ষ এটিএম কামরুল আর নেই

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

ভাউলাগঞ্জ কলেজের অধ্যক্ষ এটিএম কামরুল আর নেই
এটিএম কামরুল আলম সোনা মিয়া

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির কৃতি সন্তান ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এটিএম কামরুল আলম (সোনা মিয়া) আর নেই।

বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুপরিচিত ব্যক্তিত্ব ও সাবেক অধ্যক্ষ এটিএম কামরুল আলম (সোনা মিয়া) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

এটিএম কামরুল আলম সোনা মিয়া ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ীর চিলাহাটি বাজার এলাকার মৃত শফিউদ্দিন সাহেবের দ্বিতীয় পুত্র।

তিনি ছাত্রজীবনে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগের প্রধান গ্রুপের কোষাধ্যক্ষ ছিলেন। পরে, কর্মজীবন শুরু করেন দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ২০১৪ সালে অবসর গ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে চিলাহাটি সহ ডোমার ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে। আগামীকাল (শুক্রবার) সকাল ১০টায় তাঁর নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news