সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

ভোলা জেলা প্রতিনিধি

১ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পক্ষিয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মাঝিবাড়ির দরজায় সাংবাদিক মিজানের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের নেতৃত্বে তার উপর হামলা করে তাকে গুরুতর জখম করে।

সাংবাদিক মিজান দৈনিক ভোরের দর্পন পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। হামলার ঘটনায় সাংবাদিক মিজানের সাথে যোগাযোগ করতে বোরহানউদ্দিন হসপিটালে গেলে তিনি বলেন, আমি বাজার করার জন্য গত সোমবার বোরহানগঞ্জ বাজারের উদ্দেশ্য রওয়ানা হলে মাঝি বাড়ির দরজায় আসলে, পক্ষিয়া ইউপির চেয়ারম্যানের আলাউদ্দিন সর্দারের নেতৃত্বে ছেলে রোহান সরদার, হাজি মোঃ মহসিন সহ ৭ -৮ জন দেশিয় অস্ত্র সহ আমার উপর আতর্কিত হামলা চালায়। এসময় মোটরসাইকেল ভাংচুর করে তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বলেন, সাংবাদিক মিজান নামের একজন পেশেন্ট হাসপাতালে ভর্তী হয়েছেন। তাকে রক্তাক্ত জখম করেছে। তার হাতে ও পায়ে ফুলা জখম রয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষের কাউকে ফোনে পাওয়া যায় নি।

পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বলেন, মিজানের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। হামলা যারাই করুক, তাদের উপযুক্ত শাস্তি হবে। আমি মিজানকে দেখতে হসপিটালে আসছি।

বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির বিপিএম বলেন, এ ঘটনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, উক্ত ঘটনার আসামি পলাতক রয়েছে। তথ্য পেলে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হবে। ​

পত্রিকা একাত্তর / ​​​​​​নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news