মৎস্য অধিদপ্তরের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২২, ১ year আগে

মৎস্য অধিদপ্তরের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

বগুড়ার শেরপুরে মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০২ (একশ দুই ) টি চায়না দুয়ারী জাল ও ৫ (পাঁচ) টি কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জলের মালিক ও লোকজন পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক ও জরিমানা করা সম্ভব হয়নি।

৩১ আগস্ট (বুধবার) বেলা ১১ টার দিকে উপজেলার সুঘাট ও খানপুর ইউনিয়নের বাঙালি নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শেরপুর থানার এএসআই মো: আব্দুল আজিজের সহযোগিতায় সিনিয়ার উপজেলা মৎস্য অফিসার মোঃ মাসুদ রানা সরকারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় বাঙালি নদী থেকে জব্দকৃত প্রায় সারে পাঁচ হাজার মিটার দুয়ারী জাল ও কারেন্ট জাল গুলো আগুন দিয়ে ধবংস করা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাসুদ রানা সরকার বলেন, বিধিনিষেধ অমান্য করে মাছ আহরণ এবং ব্যবসার সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ রক্ষার্থে সবার সহযোগিতা কামনা করছি।

পত্রিকা একাত্তর /মাসুম বিল্লাহ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news