সংবাদ জগৎ এর সহ সম্পাদক হিসেবে যুক্ত হলেন জনাব মামুনুর রশিদ


চট্টগ্রাম মহানগর প্রতিনিধি প্রকাশের সময় : ৩০/১০/২০২২, ১২:৪৩ পূর্বাহ্ণ / ১২৩
সংবাদ জগৎ এর সহ সম্পাদক হিসেবে যুক্ত হলেন জনাব মামুনুর রশিদ

পাঠক নন্দিত অনলাইন নিউজ পোর্টাল ও আইপি টিভি সংবাদ জগৎ’র সম্পাদক মন্ডলীর প্যানেলে যুক্ত হলেন ইন্জিনিয়ার মামুনুর রশিদ।এই উপলক্ষে নগরীর ওয়াসাস্থ কুটুম বাড়ী রেষ্টুরেন্টে সংবাদ জগৎ পরিবারের পক্ষ থেকে ২৯ শে অক্টোবর শনিবার বেলা ২টায় এক মধান্হভোজ অনুষ্ঠানের আয়োজন করা। জমকালো আয়োজনের মাধ্যমে সংবাদ জগৎ পরিবারের সাথে সহ-সম্পাদক হিসেবে যুক্ত হন ইন্জিনিয়ার মামুনুর রশিদ।

চুক্তিপত্রের সইপূর্বক সংবাদ জগতের সম্মানিত সম্পাদক তৌহিদুল ইসলামের হাত থেকে চুক্তিপত্র গ্রহণ করেন এ সময় সংবাদ জগৎ পরিবারের নিউজরুম এডিটর হামিদুল ইসলাম শামীম, নিউজ প্রেসেন্টার মেরিলিন এনি,সিনিয়র রিপোর্টার ও ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল ইমন, স্টাফ রিপোর্টার নিশিতা নিশি, আশাবুদ্দিন অনিক, মাকসুদুল ইসলাম ফাহিম ক্যামেরা পার্সন মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ জগৎ’র সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন সমাজের অনিয়ম অসঙ্গতি তুলে ধরে সংবাদ জগৎ পাঠকের আস্থা অর্জন করেছে, আগামীতে পাঠক চাহিদা পুরনে নিত্য নতুন ইভেন্ট সংযোজন করবে সংবাদ জগৎ পরিবার।

পত্রিকা একাত্তর / ইসমাইল ইমন