দু'তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২২, ১ year আগে

দু'তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

জেলার শাজাহানপুর উপজেলায় একটি অটোরাইস মিলের দোতলা থেকে পড়ে গিয়ে শহিদুল ইসলাম নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

শহিদুল ইসলাম নওগাঁর মান্দা উপজেলার ভারসো গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি শাজাহানপুরের উমরদীঘি হাট এলাকায় অবস্থিত নর্দান অটোরাইস মিলের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। এই মিলের মালিক গোলাম নবী জানান, রাইস মিলের দোতলায় টাইলসের কাজ চলছে। শহিদুল কাজের তদারকি করছিলেন।

সকালে অসুস্থবোধ করায় অসাবধানবশত নিচে পড়ে যায়। এতে তার মাথা ফেটে গেলে মিলের অন্য কর্মচারিরা তাকে মেডিক্যালে নিয়ে যান। কিন্তু সেখানে যাওয়ার পর জানা যায় শহিদুল মারা গেছেন। শহিদুলের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই রকিবুল হাসান।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শহিদুলকে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহিদুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অটো রাইস মিলে দুর্ঘটনার খবর পেয়েছি। থানা পুলিশের একটি দল পাঠানো হয়েছে সেখানে।

পত্রিকা একাত্তর /বগুড়া

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news