গংগাচড়ায় ৫টি বাড়ী আগুনে পুরে ভষ্মীভূত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২২, ১ year আগে

গংগাচড়ায় ৫টি বাড়ী আগুনে পুরে ভষ্মীভূত

রংপুরের গংগাচড়া উপজেলার ৯ নং নোহালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুমার পাড়ায় ৫ টি পরিবারের ৮ টি ঘর আগুনে পুরে ভষ্মীভূত হয়েছে।

পরিবারগুলোর বিবরন নিচে দেয়া হলোঃ মোঃ জামিয়ার রহমান (৪০) পিতাঃ সমসের আলী(৬৫) থাকার ঘড় ২টি,গোয়াল ঘড় ১টি, ছাগল ৬টি, তার মায়ের নগদ ১২,০০০ টাকা,তার স্ত্রীর ৩০,০০০ টাকা,গাছ ১৫ টি সহ প্রয়োজনীয় সব আসবাবপত্র আগুনে পুরে ভষ্মীভূত হয়ছে। শ্রী বিষ্ণু (৫১) পিতাঃ মৃত্যঃ নরেন্দ্র খড়ের ঘড় ও পাকঘড় ১ টি আগুনে পুরে ভষ্মীভূত হয়েছে।

বিমল চন্দ্র (৫৮) পিতাঃ মৃত্যঃ সুরিন চন্দ্র ছেলেঃপলাশ চন্দ্র (২৬) পাকা ঘড় করার জন্য নগদ ২,৩০,০০০ টাকা, ধান, চাল, ও স্বর্নলঙ্কার, ২টি ঘড়ের আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিস আগুনে পুরে ভষ্মীভূত হয়েছে।

মোঃছাদেকুল (৩৮) পিতাঃ মৃত্যঃ এসলাম উদ্দীন দোকান ২ টি, চাল, টিভি, ফ্রিজ, সারসহ গোডাউনের যাবতীয় জিনিস আগুনে পুরে ভষ্মীভূত হয়েছে।ছাদেকুল ইসলামের প্রায় ১২ লক্ষ টাকারো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান ও কম্বল বিতরন করেন গংগাচড়া উপজেলার ইউ এন ও মোঃ এরশাদ উদ্দীন। উক্ত ঘটনাস্থলে আরে উপস্থিত ছিলেন মোঃ দুলাল মিয়া (ওসি, গংগাচড়া, রংপুর),আব্দুল লথিব (এস আই), মনোয়ার (এস আই), আবু তালেব, বিষ্ণু, গংগাচড়া উপজেলার পুলিশ সদস্যরা, নোহালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃআশরাফ আলী, জাদু মিয়া(ইউ পি সদস্য নোহালী ৫নং ওয়ার্ড), রাকিবুল ইসলাম, মজমুল হোসেন সুরুজ, সহ এলাকার সর্বস্তরের জনগন।

পত্রিকাএকাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news