মাদক বিরোধী অভিযানে ভারতীয় অবৈধ ৩৯ বোতল মদ উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

২৬ আগস্ট, ২০২২, ১ year আগে

মাদক বিরোধী অভিযানে ভারতীয় অবৈধ ৩৯ বোতল মদ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন এর দিকনির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই (নিঃ) সুমন্ত বিশ্বাস, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামস্থ মৃত ওমিদুল এর বাড়ির সামনে মাথাভাঙ্গা নদীর পাড়ে বাঁশ ঝাঁড়ের নীচ হতে ০২ জন আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাইয়া যায়।

ঘটনাস্থল থেকে মামলার বাদী সাক্ষীদের উপস্থিতিতে ২৬.০৮.২০২২ তারিখ ৪:৪০ ঘটিকার সময় মাদকদ্রব্য ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। পলাতক ০২ জন আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান।

পত্রিকাএকাত্তর /তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news