রাণীশংকৈলে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক কারবারি পলাতক

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল

২৬ আগস্ট, ২০২২, ১ year আগে

রাণীশংকৈলে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক কারবারি পলাতক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ৪১ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি।রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক সৌমিক রায়, উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম ও থানা পুলিশ এই মাদকবিরোধী ট্রাক্সফোর্স অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) উপজেলার গাঙ্গুয়া গ্রামের মাদক কারবারি হামিদুর রহমান (৩৭)'র বাড়ি থেকে নিষিদ্ধ ৪১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পালিয়ে যাওয়া মাদক কারবারি হামিদুর রহমান গাঙ্গুয়া গ্রামের শওকত আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযান পরিচলনাকারী দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি হামিদুরের বাড়ি ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামিদুর পালিয়ে যায়। পরে তার নিজ শয়ন কক্ষে তল্লাশী করে নীল পলিথিনে মোড়ানো ৪১ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে হামিদুর রহমান কে আসামি করে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী ট্রাক্সফোর্স অভিযানে ৪১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর নামে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /আনোয়ার হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news