প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে হত্যা চেষ্টা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

২৬ আগস্ট, ২০২২, ১ year আগে

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে হত্যা চেষ্টা

উপজেলার পার বটিয়াঘাটা এলাকায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে প্রেম ও কু প্রস্তাব দেয়ার প্রতিবাদে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে। বর্তমান ওই ছাত্রী বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ছাত্রীর পিতা মেঘনাথ মিস্ত্রি বটিয়াঘাটা থানায় হরিচান তরফদার (২৪) কে আসামি করে এক লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত হরিচানকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী মেঘনাথ মিস্ত্রি।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা যায়,গত বুধবার (২৪ আগষ্ট ) সকাল আনুঃ ১১ টার সময় ঐ ছাত্রী ও তার বান্ধবী কৃষ্ণা স্কুল থেকে কাগজ ক্রয়ের জন্য পার বটিয়াঘাটা গ্রামস্থ জনৈক বরুন মহালদারের দোকানে যায়।

দোকান থেকে কাগজ ক্রয় করে স্কুলে ফেরার পথে পার বটিয়াঘাটা ইউপি সদস্য প্রসেনজিত মেম্বর এর বসতবাড়ীর পিছনে ইট সোলিং রাস্তার উপর পৌছালে,পূর্ব থেকে ওৎপেতে থাকা অবস্থায় হরিচান তরফদার ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় ও তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিতে থাকে। ছাত্রীটি প্রতিবাদ করলে,ছেলেটি তার চুলির মুঠি ধরে এলোপাতাড়ি মারপিট করে। ছেলেটি মেয়েটির শাসরোধ করে মেরে ফেলার জন্য মেয়ের গলাটিপে ধরে।

তখন ছাত্রীর সাথে থাকা তার বান্ধবী কৃষ্ণার চিৎকারে পথচারী সহ আশপাশের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে আটক করে। পরে স্থানীয় জনতা হরিচানকে গোন ধোলাই দিয়ে ইউপি সদস্য প্রসেনজিত মেম্বর এর বাড়ীতে আটকে রাখে। পরে উপস্থিত লোকজন ও ছাত্রীর পরিবার আহত ছাত্রীকে উদ্ধার করে বটিয়াঘাটা হাসপাতালে ভর্তি করেন।

বটিয়াঘাটা সদর ইউপি সদস্য প্রসেনজিৎ কুমার বলেন, ঘটনা সত্য। জনগণ ছেলেটিকে আমার বাড়িতে সারাদিন আটক করে রেখে ছিলো। আমি তাদেরকে আইনের আশ্রয় নিতে বলেছি। ছেলেটি অসুস্থ তাই তাকে তার পরিবার হাসপাতালে ভর্তি করেছে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা জালাল বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব‍্যবস্থা গ্রহন করা হবে।আক্তারুল ইসলাম ইসলাম বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি মোবাইল নাম্বার ০১৯১১০৮০৯২৩

পত্রিকাএকাত্তর /আক্তারুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news