ডোমারে ফায়ার সার্ভিসের সাপ্তাহিক মহড়া অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৬ জানুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে ফায়ার সার্ভিসের সাপ্তাহিক মহড়া অনুষ্ঠিত

‘গতি, সেবা, ত্যাগ’–এই নীতিবাক্যে এগিয়ে চলা ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ এর উদ্যোগে নীলফামারীর ডোমারে সাপ্তাহিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ই জানুয়ারী) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ডোমার ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল হাসপাতালের সকল স্তরের জনশক্তি এবং আশেপাশের জনসাধারণকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মহড়ার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন। মহড়ায় নেতৃত্ব দেন—ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইয়েদ মো. ইমরান।

মহড়া পরিদর্শন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায় সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

স্থানীয় মুদি দোকানদার শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে একটু সাহস নিয়ে নিজেরাই বুদ্ধির সাথে আগুন নেভাতে পারবো আমরা। ফায়ার সার্ভিসের এমন প্রশিক্ষণ আমাদের জন্য অনেক উপকারী। শিখে নিলাম, কিভাবে গ্যাস সিলিন্ডারের আগুন নেভাতে হয়। সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news