ভোলায় ২০ হাজার মিটার পিটানো জাল জব্দ

ভোলা জেলা প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২২, ১ year আগে

ভোলায় ২০ হাজার মিটার পিটানো জাল জব্দ

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ছোট ফাঁসের ১৫ হাজার মিটারের একটি পিটানো জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ জালের আনুমানিক মূল্য ২ লাখ টাকা। মঙ্গলবার নয়ঘন্টা-ব্যাপী অভিযান চালিয়ে মধ্য মেঘনায় অবস্থিত উপজেলার মদনপুর পয়েন্টের মেঘনা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

আজ বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনা নদীতে অবৈধ ছোট ফাঁসের মেস সাইজের একটি পিটানো জাল দিয়ে মাছ শিকার করছিলো জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার মদনপুর মেঘনা নদী থেকে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার পিটানো জাল জব্দ করা হয়।

এসময় তাদের উপস্থিতির পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে জব্দ জাল থানা হেফাজতে রাখা হয়। তিনি আরও বলেন, ৬.৫ সেন্টিমিটার নিচে মেস সাইজের ইলিশ ধরার জাল এগুলো। এসব জাল সারা বছরের জন্য নিষিদ্ধ। তাই ওই জাল জব্দ করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান। এসময় দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্স নিয়ে উপস্থিতি ছিলেন।

পত্রিকাএকাত্তর /নিয়াজ মাহমুদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news