বানিয়াচংয়ে দীর্ঘদিনের সিএনজি'র বিরোধ নিস্পত্তি

উপজেলা প্রতিনিধি, বানিয়াচং

২৩ আগস্ট, ২০২২, ১ year আগে

বানিয়াচংয়ে দীর্ঘদিনের সিএনজি'র বিরোধ নিস্পত্তি

হবিগঞ্জ খোয়াই নদীর পাড়ে সিএনজি স্ট্যান্ডের বিভিন্ন নিয়ম ও নিজেদের অভ্যন্তরীণ আইন ও নিয়মনীতির কারণে দীর্ঘদিনের অসন্তোষ ও মনোমালিন্যর অবসান করা হয়েছে। অবশেষে হবিগঞ্জ সমিতি ও বানিয়াচং সমিতি দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি করে পুনরায় সিএনজি চলাচল স্বাভাবিক হয়েছে।

এ উপলক্ষে সোমবার ২২ আগস্ট সন্ধ্যা ৭ টায় বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আরফান উদ্দিন, ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, সিএনজি সমিতির নেতা সাজিরুল ইসলাম প্রমুখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বানিয়াচং-হবিগঞ্জ সড়কে নতুন করে সিএনজি'র ভাড়া ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বড়বাজার শহীদ মিনারের সামনের সড়কে সিএনজি স্ট্যান্ড বন্ধ করতে হবে। এছাড়াও সাধারণ যাত্রীদের সাথে অশোভন আচরণ করা যাবেনা।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী বলেন,সিএনজি'র দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি করে দেওয়া হয়েছে। শহীদ মিনারের সামনের সড়কে কোন স্ট্যান্ড বসালে সমিতি কে জবাবদিহি করতে হবে। যাত্রীদের সাথে সিএনজি'র লোকজন যাতে কোন সমস্যা করতে না পারে সে ব্যাবস্থা ও নেওয়া হয়েছে। আশা করি সবাই সুন্দরভাবে চলাচল করতে পারবেন।

পত্রিকাএকাত্তর /আকিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news