ডোমারে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৩ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যুবরাজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত যুবরাজ (৭) ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের কৃষ্ট চন্দ্র রায়ের পুত্র। সে পূর্ব হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। শনিবার (২০শে আগস্ট) হলহলিয়া ডোগারহাট এলাকায় ঘটনাটি ঘটে।

পরিবার সুত্রে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে পাশের স্কুল মাঠে দদিকাঁদো খেলা হয়। খেলা শেষে অনেকে স্কুলের পাশে থাকা পুকুরে গোসল করতে যায়, যুবরাজও সেখানে গোসল করে। সকলের অগোচরে আচমকা সে পানিতে ডুবে যায়। বিকাল ৩টায় প্রতিবেশী দূলর্ভ চন্দ্র রায় একই পুকুরে গোসল করতে গেলে যুবরাজের মরদেহ তার পায়ে লাগে। পরে লাশটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে।

সংবাদ পেয়ে ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু সেখানে গিয়ে ডোমার থানায় সংবাদ দেয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন নবী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে। পরে, এসআই লুৎফর রহমান লাশের সুরতাহাল করেন।

ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু জানান, শিশুটির মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ না থাকার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news