ডোমারে কারাতে প্রশিক্ষণার্থীদের বেল্ট ও সনদপত্র বিতরণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৩ আগস্ট, ২০২২, ১ year আগে

ডোমারে কারাতে প্রশিক্ষণার্থীদের বেল্ট ও সনদপত্র বিতরণ
সনদ হাতে কারাতে প্রশিক্ষণার্থীরা

নীলফামারীর ডোমারে ‘জানো’ প্রকল্পের আওতায় উপজেলার ২৫ জন ছাত্রীকে আত্মরক্ষার কৌশল বিষয়ক ৩২ দিনের ‘কারাতে প্রশিক্ষণ’ শেষে বেল্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২২শে আগস্ট) বিকালে ডোমার উপজেলা পরিষদ হলরুমে ইএসডিও’র বাস্তবায়নে জানো প্রকল্পের আওতায় ৩২ দিনের কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রতিনিধি মর্জিনা মাসুদ প্রমূখ।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম বলেন, “আমি আনন্দিত যে, আমার উপজেলার মেয়েরা এই কারাতে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছে এবং প্রশিক্ষণ সফলভাবে শেষ করেছে। আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণ মেয়েদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের বর্তমান ও আগামীর জীবন নিরাপদ করে তুলবে।”

পরে, কারাতে প্রশিক্ষণ নেওয়া ডোমার উপজেলার ২৫ জন প্রশিক্ষণার্থীকে বেল্ট এবং সনদপত্র হাতে তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশন’র অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইএসডিও’র বাস্তবায়নে ‘জানো’ প্রকল্পের আওতায় নীলফামারী জেলার ৪ উপজেলায় অর্থাৎ নীলফামারী সদর, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জে নিবার্চিত ১৬৯টি মাধ্যমিক ও ২৮টি মাদ্রাসায় সরকারের সহায়ক প্রকল্প হিসেবে কাজ করছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news