প্রথমবারের মত শতভাগ ডিম ফুটে বের হলো কুমির ছানা

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

২২ আগস্ট, ২০২২, ১ year আগে

প্রথমবারের মত শতভাগ ডিম ফুটে বের হলো কুমির ছানা

সুন্দরবনেরএকমাত্রবন্যপ্রাণীপ্রজনন কেন্দ্রকরমজলে প্রথমবারের মত ইনকিউবেটরে(কৃত্রিমভাবেতাপ দিয়েডিমফোটানোরযন্ত্র)শতভাগ ডিম ফুটে কুমির ছানা জন্ম নিয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে ৩৮টি ডিম থেকে ৩৮টি কুমির ছানা বের করা হয়। এর আগে গত১জুনপ্রজনন কেন্দ্রেরপুকুরেরকুমিরপিলপিল৩৮টিডিমপাড়ে। রবর্তীতেডিমগুলোফুটানোরজন্যইনকিউবেটরেরাখাহয়।

৩দিনপরডিজিটালইনকিউবেটরথেকেডিমগুলোবেরকরেবাচ্চাফুটানোহয় জানিয়ে করমজল বন্য প্রাণিপ্রজননকেন্দ্রেরভারপ্রাপ্তকর্মকর্তা হাওলাদারআজাদকবিরবলেন, প্রথমবারের মত এই কেন্দ্রে শতভাগ ডিম থেকে কুমির ছানা পাওয়া গেল। আগেএইহারছিল৬০থেকে ৬৫ভাগ।এনালগপদ্ধতিরইনকিউবেটরের বদলেডিজিটালইনকিউবেটরব্যবহারকরেএইসাফল্যপেয়েছি।

পত্রিকাএকাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news