আদিবাসী নরেন মুন্ডাকে হত্যায় শোক প্রকাশ : মার্কসবাদী

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ আগস্ট, ২০২২, ১ year আগে

আদিবাসী নরেন মুন্ডাকে হত্যায় শোক প্রকাশ : মার্কসবাদী

যুবলীগের সন্ত্রাসী কর্তৃক সাতক্ষীরায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের বাড়ীঘরে হামলা নরেন মূন্ডকে হত্যা শোক প্রকাশ ও অনেককে আহত করায় তীব্র নিন্দা-প্রতিবাদ ও বিচার দাবী করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)।

আজ ২১শে আগষ্ট ২০২২ রবিবার সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত আদিবাসী নরেন মুন্ডা মারা গেছেন।

সাতক্ষীরায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের আট বিঘা জমি দখল করতে গিয়ে গত ১৯ আগষ্ট সকালে শ্যামনগর থানার ঈশ্বরীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সেক্রেটারি ফিরোজ এর নেতৃত্বে ছাত্র ও যুবলীগের ২০/২৫ জন কর্মী মুন্ডাদের বাড়ি ঘরে হামলা করে। তাদের হামলায় বেশ কজন আহত হয়। আহতদের মধ্যে একজন নরেন মুন্ডা সাতক্ষীরা হাসপাতালে মারা গেছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, সকালে যুবলীগ নেতার নেতৃত্বে গ্রামে হামলা হয়, ঘরের দরজায় তালা দিয়ে মুন্ডা সম্প্রদায়ের লোকজনকে আটকে রাখা হয় ও ঘরে ঘরে ঢুকে বেদম মারধর করা হয়। আক্রান্তরা পুলিশের ৯৯৯ ফোন করলেও দীর্ঘ সময় পর পুলিশ আসে ততক্ষণে হামলাকারীরা ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ শেষ করে চলে যায়। স্থানীয়দের ধারণা হামলাকারীরা পুলিশের সাথে যোগসাজশে এসেছিল। আদিবাসী-হিন্দু-গরীব মানুষের জন্য আওয়ামী লীগ এখন একটা দানবীয় শক্তি।

নেতৃদ্বয় বলেন, এমন বর্বোরোচিত পৈশাচিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই তদন্ত পূর্বক অবিলম্বে এই হত্যাকারী খুনি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। যে কোন উপায়ে এই আওয়ামী দানবদের পরাস্ত করতে জনগনকে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য আহ্বান জানিয়েছেন নেতৃদ্বয় বলেন, আমরা এই হত্যার বিচার চাই। নিহত ও আহতদের ক্ষতিপূরন ও চিকিৎসা দাবি করছি।

পত্রিকাএকাত্তর /তারেক ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news