জমি সংক্রান্ত বিরোধে ভাইপোর আঘাতে চাচা-চাচি আহত

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

২০ আগস্ট, ২০২২, ১ year আগে

জমি সংক্রান্ত বিরোধে ভাইপোর আঘাতে চাচা-চাচি আহত

বাগেরহাট জমি সংক্রান্ত বিরোধে ভাইপোর আঘাতে আপন চাচি-চাচি আহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার বড় বাশবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। রডের আঘাতে গুরুতর আহত ঝুমকা বেগমকে (৩৫) উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত চাচা মোঃ সাখাওয়াত শরীফ (৪০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে সাখাওয়াত শরীফ বলেন, পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের মিমাংসার জন্য আমরা তিন ভাই স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে আমার বাড়িতে বসি। আলোচনার এক পর্যায়ে হঠাৎ আমার বড় ভাই মোঃ হুমায়ুন শরীফের ছেলে শামীম শরিফ রড হাতে ঘরে আসে।

এসে প্রথমেই বড় ভাইকে ধাক্কা দিয়ে বলে, বাড়ি চলে যেতে। শালিসের দরকার নেই। এরপরে মেঝ ভাইকেও ধাক্কা দেয়। তখন আমি ঠেকাতে গেলে আমাকে সজোরে ঘুষি মারে ও আমার স্ত্রীকে রড দিয়ে মাথায় বাড়ী মারে। আঘাতে স্ত্রীর মাথা ফেটে যায়। আমি এই হামলার সুষ্ঠ বিচার চাই।

বড়বাশবাড়িয়ার (৯ নং ওয়ার্ড) ইউপি সদস্য রিপন বলেন, পিতার সম্পত্তি নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিরোধের কারনে তাদের পরিবারের মুরুব্বি ও স্থানীয় কয়েকজনকে নিয়ে শালিস বৈঠকে বসা হয়। শালিসের এক পর্যায়ে হুমায়ুন শরীফ ও দেলোয়ার শরীফের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় হুমায়ুন শরীফের ছেলে শামীম এসে হামলা করলে সাখাওয়াত শরীফ ও তার স্ত্রী আহত হয়।

অভিযোগ অস্বীকার করে হুমায়ুন শরীফ বলেন, আলোচনার মধ্যে কথা কাটাকাটি হলে আমার মেঝ ভাই আমাকে গালাগালি দেয়। তাই শুনে আমার ছেলে এসে আমাকে শালিস থেকে নিয়ে যাওয়ার কথা বললে ছোট ভাই সাখাওয়াতসহ কয়েকজন আমার ছেলেকে মারধর করে। ঠেকাতে গেলে আমার স্ত্রীও আহত হয়।

এসময় তাদের নিজেদেরই কারো আঘাতে ঝুমকা আহত হয়। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, মারধরের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকাএকাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news