কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকা ফেরত দিতে মাইকিং

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল

২০ আগস্ট, ২০২২, ১ year আগে

কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকা ফেরত দিতে মাইকিং

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া পাঁচ লাখ টাকার প্রকৃত মালিকের সন্ধানে শহরজুড়ে দিনভর মাইকিং করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) সকাল থেকে কুড়িয়ে পাওয়া একটি টাকার ব্যাগ ও ব্যাগের মালিকের সন্ধানে মাইকিং করছেন মো. শাকিব হোসেন সৌরভ (২৮) নামে এক যুবক।

তিনি প্রতিবেদককে জানান, গত বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে একটি টাকার ব্যাগ কুড়িয়ে পাই। সেই ব্যাগে প্রায় পাঁচ লাখ টাকা আছে। কিন্তু ওইদিন থেকে প্রকৃত মালিককে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তাই টাকার প্রকৃত মালিকের খোঁজে শনিবার থেকে মাইকিং শুরু করা হয়। টাকার প্রকৃত মালিককে খুঁজতে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, ‘উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারলে আমি টাকাসহ ব্যাগটি ফিরিয়ে দিব। টাকার জন্য আমার স্টেডিয়াম মার্কেট মদিনা মেশিনারিজের দোকানে যোগাযোগের অনুরোধ রইলো। আমার মোবাইল নম্বর: ০১৭৯৬-৭৩১১১২।’

ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, ‘টাকা কুড়িয়ে পাওয়ার বিষয়টি আমি শুনেছি। প্রকৃত মালিকের খোঁজে মাইকিংয়ের জন্য আমাকে অবগত করা হয়েছে।’

পত্রিকাএকাত্তর /আনোয়ার হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news