হাতুড়িপেটা করার ৩দিন পর মারা গেলেন প্রতিবন্ধী

নড়াইল জেলা প্রতিনিধি

১৩ আগস্ট, ২০২২, ১ year আগে

হাতুড়িপেটা করার ৩দিন পর মারা গেলেন প্রতিবন্ধী

নড়াইলে প্রতিবন্ধী জুয়েল ভূঁইয়া (১৮) মাথায় হাতুড়িপেটার ৩দিন পর মারা গেলেন। সে খুলনা ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মারা গেছেন। সে সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের পান্নু ভূঁইয়ার পূত্র।

এ ঘটনায় সোমবার রাতে জুয়েলের চাচা মান্নান ভূঁইয়া বাদি হয়ে ৬জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ আতিয়ার সিকদারসহ ৫জনকে গ্রেফতার করেছে। জুয়েলের চাচাতো ভাই আল আমিন জানান, কর্মচন্দ্রপুর গ্রামে সিকদার ও ভূঁইয়া বংশের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

শারীরিক প্রতিবন্ধী জুয়েল বাড়ির পাশর্^বর্তী মাদ্রাসা বাজারে একটি দোকানের কর্মচারি হিসেবে কাজ করতো। সোমবার (৯ আগস্ট) সকাল ৯টায় ভ্যানে দোকানে আসার পথে বেদভিটা নামক স্থা নে পৌছালে কর্মচন্দ্রপুর গ্রামের ইয়াসিন, ফিরোজ,হাফেজসহ ৬জন তাকে হাতুড়ি দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। ঘটনার পর তার আর জ্ঞান ফেরেনি।

শনিবার সন্ধ্যায় তার মুত্যু হয়েছে। এ প্রসঙ্গে সদর থানার ওসি (চলতি দায়িত্বে) মোঃ মাহমুদুর রহমানকে ফোন করলে তিনি ব্যস্ত রয়েছেন, পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

পত্রিকাএকাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news