বাগেরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

১৩ আগস্ট, ২০২২, ১ year আগে

বাগেরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

বাগেরহাটের যাত্রাপুরে বিদ্যুৎ স্পৃষ্টে নাদিম হোসেন (২৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ব্যবসায়ী দিপঙ্করের ভবনে কাজ করার সময় এই দূর্ঘটনা ঘটে।

এসময় মোঃ কামরুল (৩২) নামের আরেক রাজমিস্ত্রি গুরুত্বর আহত হয়েছেন। বাগেরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কামরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত নাদিম হোসেন যাত্রাপুর এলাকার দুলাল শেখের ছেলে।

তার স্ত্রী, সাত বছর ও ১৫ মাস বয়সী দুটি মেয়ে রয়েছে। নাদিম পরিবার নিয়ে যাত্রাপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। একই ভবনে কাজ করা কবির হোসেন বলেন, সকাল থেকে নাদিম, কামরুলসহ আমরা চারজন যাত্রাপুর এলাকার দিপঙ্করের ভবনে কাজ করছিলাম।

সাড়ে ১১টার দিকে কলাম তৈরির জন্য ফর্মা ওঠাচ্ছিলেন নাদিম হোসেন। এসময় বিদ্যুতের তারে ফর্মা লেগে নাদিম হোসেন ও কামরুল গুরুত্বর আহত হয়। আমরা তাদের নিয়ে হাসপাতালে আসি।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ গোলাম রাফি বলেন, দুপুরে বিদ্যুতায়িত অবস্থায় দুইজন রোগীকে নিয়ে আসা হয় হাসপাতালে।

তার মধ্যে নাদিম হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরণ করেন। অপরজন কামরুলও গুরুত্বর আহত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news