সার্জেন্টের ওপর ক্ষিপ্ত হয়ে গাড়ি পোড়ালেন এক চালক

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৮ আগস্ট, ২০২২, ১ year আগে

সার্জেন্টের ওপর ক্ষিপ্ত হয়ে গাড়ি পোড়ালেন এক চালক

রাজশাহী কোর্ট বাজারের অক্টোয়ের মোড়ে মোটরসাইকেলের কাগজ চেক করার সময় পুলিশ সার্জেন্ট এর উপর রাগ করে নিজের বাইকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিলেন এক মটরসাইকেল চালক।

সোমবার (৮ আগস্ট) দুপুরে কোট বাজার অক্টোর মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই ব্যক্তির নাম আশিক আলী। তিনি রাজশাহী নগরীর কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন বালু ব্যবসায়ী।

স্থানীয় এবং উপস্থিত পুলিশ সদস্যদের দেয়া তথ্য মতে, রাজশাহীর কোর্ট সংলগ্ন অক্টোর মোড়ে কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট আব্দুল কাইয়ুম। সোমবার দুপুর আনুমানিক ১টার সময় মোটরসাইকেল চালিয়ে ওই মোড় দিয়ে যাচ্ছিলেন আশিক আলী।

এ সময় তার মোটরসাইকেল আটকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন সার্জেন্ট কাইয়ুম। তবে তার কাছে কাগজপত্র না থাকায়, সার্জেন্টের কাছে কিছু সময় চান তিনি। মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজ বাড়ি থেকে এনে দেখাবেন বলে। তবে সার্জেন্ট তার সেই অনুরোধ না শুনে মোটরসাইকেলটি জব্দ করেন।

এরপর সার্জেন্ট কাইয়ুম রাস্তায় অন্য মোটরসাইকেলের কাগজ পত্র চেক করতে গেলে আশিক আলী তার মোটরসাইকেল এর কাছে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় আশিক আলীকে আটক করে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি অনির্বাণ চাকমা জানান, আশিক আলীর নামে রাজশাহীর একটি আদালতে ২০ লাখ টাকার একটি মামলা চলমান। সোমবার দুপুরে সে মামলায় হাজিরা দিয়ে তিনি ফিরছিলেন।

এ সময় সার্জেন্ট নিয়ম অনুসারে তার কাগজ দেখতে চান।‌ তবে আশিক আলী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ সময় আশিক আলী ফাঁক বুঝে তার ওই মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

এদিকে একটি সূত্রের দেয়া তথ্য মতে, আশিক আলীর এই মোটরসাইকেল এর আগেও বিভিন্ন সময় ট্রাফিক বিভাগ জব্দ করে। যা ছাড়াতে তাকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা গুনতে হয়েছে যার কারণে তিনি আজকে উক্ত ঘটনাটি রাগান্বিত হয়ে ঘটিয়েছেন।

পত্রিকাএকাত্তর /রবিউল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news