গতকাল ১৪ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায়,গুপ্তমারী ও ছয়ঘরিয়ার বিভিন্ন পাড়ার বিশ থেকে পচিশ টি মহিলা টিম বিভিন্ন রকমের পিঠা তৈরী করছে,যেমন কাচি পিঠা, তেলের পিঠা, কুলি পিঠা, জড়ের পায়েস, তিলের পায়েস, আরো বিভিন্ন রকমের পিঠা তৈরীতে ব‍্যস্থ এলাকার নারী পুরুষ। আয়োজকরা জানিয়েছেন, প্রতিবছর এই সময় এলাকার গুপ্তমারী মন্দির চত্বরে হয় ব‍্যাপক আকারে পিঠা উৎসব চলছে।

এসময় বাবু প্রদীপ হিরার সাথে কথা বলে জানা যায়, উনি বলেন আমরা প্রতি বছর পিঠা উৎসব আয়োজন করি কিন্তু এবার এখান কার মহিলা পুরুষ সবাই এক সাথে সমান তালে পিঠা তৈরীতে ব্যাস্ত সময় কাটাছে শুধু তাই নয় আসে পাসের গ্রাম থেকে অনেক মহিলা টিম আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি বা আমরা আশা করছি আগামীতে এর থেকে বড়ো করে আয়োজন করবো।

">

বটিয়াঘাটায় চলছে পৌষ পার্বণের পিঠা উৎসব

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

১৪ জানুয়ারী, ২০২২, ২ years আগে

বটিয়াঘাটায় চলছে পৌষ পার্বণের পিঠা উৎসব

"ফিরে আর আসবে কি কখনো, পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন" এই শ্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলার এক নং জলমা ইউনিয়ন গুপ্তমারী, দাউনিয়াফাদ ও দক্ষিণ ছয়ঘরিয়ার এলাকায় চলছে পিঠা উৎসব।

গতকাল ১৪ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায়,গুপ্তমারী ও ছয়ঘরিয়ার বিভিন্ন পাড়ার বিশ থেকে পচিশ টি মহিলা টিম বিভিন্ন রকমের পিঠা তৈরী করছে,যেমন কাচি পিঠা, তেলের পিঠা, কুলি পিঠা, জড়ের পায়েস, তিলের পায়েস, আরো বিভিন্ন রকমের পিঠা তৈরীতে ব‍্যস্থ এলাকার নারী পুরুষ। আয়োজকরা জানিয়েছেন, প্রতিবছর এই সময় এলাকার গুপ্তমারী মন্দির চত্বরে হয় ব‍্যাপক আকারে পিঠা উৎসব চলছে।

এসময় বাবু প্রদীপ হিরার সাথে কথা বলে জানা যায়, উনি বলেন আমরা প্রতি বছর পিঠা উৎসব আয়োজন করি কিন্তু এবার এখান কার মহিলা পুরুষ সবাই এক সাথে সমান তালে পিঠা তৈরীতে ব্যাস্ত সময় কাটাছে শুধু তাই নয় আসে পাসের গ্রাম থেকে অনেক মহিলা টিম আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি বা আমরা আশা করছি আগামীতে এর থেকে বড়ো করে আয়োজন করবো।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news