নীলফামারীর ডোমার উপজেলার ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম (হাফি) মারা গেছেন।
সোমবার (২৪শে অক্টোবর) বিকাল ৪টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডোমার সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম (হাফি) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ছিলেন। ২০১৪ সালের ১৮ই নভেম্বর ডোমার সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
মো. হাফিজুল ইসলাম (হাফি) ডোমার উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা গ্রামের শাহারদ্দিনপাড়া এলাকার বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন তিনি।
পরিবার সুত্রে জানা যায়, মো. হাফিজুল ইসলাম আজ বিকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুরে ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ জোহর (দুপুর ২টা ১০ মিনিট) ডোমার সদর ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ডোমার সদর ইউনিয়ন পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন।
পত্রিকা একাত্তর/রিশাদ