ফিলিং স্টেশনে ওজনে তেল কম দেয়ায় জরিমানা

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল

৭ আগস্ট, ২০২২, ১ year আগে

ফিলিং স্টেশনে ওজনে তেল কম দেয়ায় জরিমানা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে লিটারে ১৩০ মিলি তেল কম দেয়ায় একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। প্রতি লিটারে ৯ টাকার তৈল কম দেওয়া হচ্ছিল।

রোববার (৭ আগষ্ট) দুপুরে উপজেলার গোগর ইউনিয়নের আব্দুর রহিম ফিলিং স্টেশনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় নিয়মিত অভিযানে এ জরিমানা করা হয়। প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিৎ করেছেন ঠাকুরগাঁও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদি।

এই কর্মকর্তা জানান, কয়েকটি পেট্রোল পাম্পসহ সারের দোকানে অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে লিটারে ১৩০ মিলি তেল কম দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় একটি ফিলিং স্টেশনে জরিমানা করা হয়৷ এটি আমাদের নিয়মিত অভিযান।

এছাড়াও একই দিনে উপজেলার শুভ ট্রেডার্স নামের একটি সারের দোকানে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।

পত্রিকাএকাত্তর /আনোয়ার হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news