জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামলো কুবির বাংলা উৎসব-১৪২৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৪ জানুয়ারী, ২০২২, ২ years আগে

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামলো কুবির বাংলা উৎসব-১৪২৮

পুরস্কার বিতরণী ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা উৎসব-১৪২৮ এর পর্দা নেমেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বাংলা বিভাগের শিক্ষার্থী ফুরকান নূরী ও খাদিজা আক্তার শাওলিনের সঞ্চালনায় বিকাল ৪ টায় এ অনুষ্ঠান শুরু হয়।

এতে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম শরিফুল করিম।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। এরপর চারদিন ব্যাপী হা-ডু-ডু, বস্তা দৌড়, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী, রানার আপদের পুরস্কৃত করা হয়।

এরপর সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এখানে বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীদের একক, ডুয়েট সংগীত পরিবেশনা, শিক্ষক-শিক্ষার্থী যৌথ পরিবেশনায় নাটিকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ পালার মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news