কুলিয়ারচরে রামদী ইউপি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারী, ২০২২, ২ years আগে

কুলিয়ারচরে রামদী ইউপি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ১৪ জানুয়ারী সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে প্রার্থীরা প্রতীক নিতে কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে নির্বাচন অফিস কার্যালয়ে হাজির হতে থাকেন। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ সময় পুরো উপজেলা পরিষদ এলাকায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জড়ো হতে থাকেন। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীদের কর্মী-সমর্থকরা মিছিল, শ্লোগান ও আনন্দ উল্লাসে মেতে উঠে।

এ সময় নৌকার বিপক্ষে অবস্থানকারী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীদের সমর্থনে আসা কর্মীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ড পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ পেয়েছে। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীদের কর্মী-সমর্থকরা মিছিল, শ্লোগান ও আনন্দ উল্লাসে মেতে উঠে।

জানা গেছে, উপজেলার রামদী ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে এবারও নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আলাল উদ্দিন আছেন শক্ত অবস্থানে।

প্রতীক বরাদ্দের চেয়ারম্যান প্রা্র্থীদের মাঝে জনাব আলহাজ্ব আলাল উদ্দিন (আওয়ামী লীগ) নৌকা, জনাব এডভোকেট মো:জসিম উদ্দিন (স্বতন্ত্র) আনারস, জনাব আল-মাসুদ মিয়া (স্বতন্ত্র) ঘোড়া, জনাব আদিলুজ্জাম খান আদিল(স্বতন্ত্র) মোটর সাইকেল, জনাব বেনজির আহমেদ (স্বতন্ত্র) টেবিল ফ্যান, জনাব মো:ইসমাইল মিয়া (স্বতন্ত্র) টেলিফোন, জনাব মো:সৌরভ আহমেদ (স্বতন্ত্র) চশমা, জনাব মো:রুবেল মিয়া (ইসলামি আন্দোলন বাংলাদেশ) হাত পাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

কুলিয়ারচর রামদী ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ আগামী ৩১ জানুয়ারী ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news