শেরপুরে মোটর সাইকেলের ধাক্কায় ১ জনের মৃত্যু

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

৬ আগস্ট, ২০২২, ১ year আগে

শেরপুরে মোটর সাইকেলের ধাক্কায় ১ জনের মৃত্যু

বগুড়ার শেরপুর-ধুনট সড়কের শালফা নামক স্থানে ৫ আগস্ট শুক্রবার রাতে সড়কে রাখা বালুর স্তূপের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুত গতির মোটর সাইকেলের ধাক্কায় রহিমুদ্দিন(৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামে জনৈক এক ব্যাক্তি তার বাড়ি নির্মানের জন্য সড়কের উপর বালুর স্তূপ করে রেখেছিল। ৫ আগস্ট শুক্রবার রাত ৮ টার দিকে শেরপুরগামি একটি দ্রুত গতির মোটর সাইকেল সেই বালুর মধ্যে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ওই গ্রামের কোরবান মন্ডলের ছেলে পথচারী রহিমুদ্দিন কে ধাক্কা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৬ আগস্ট শুক্রবার ভোর রাতে সে মারা যায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

সচেতন মহল মনে করছেন, সড়কের উপর বালু না রাখলে এই দুর্ঘটনা ঘটতনা। তাই তারা জনসাধারণদের সচেতনতার পাশাপাশি সড়কে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কিছু রাখা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পত্রিকাএকাত্তর /মাসুম বিল্লাহ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news