জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে ডোমারের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের উপচে পড়া ভিড়

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৬ আগস্ট, ২০২২, ১ year আগে

জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে ডোমারের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের উপচে পড়া ভিড়

রাত ১২টার পর পেট্রোল লিটার প্রতি ৪৪ টাকা, অকটেন লিটার প্রতি ৪৬ টাকা ও ডিজেল লিটার প্রতি ৩৪ টাকা বৃদ্ধি করায় নীলফামারীর ডোমারের প্রায় সব পেট্রোল পাম্পে বিভিন্ন যানবাহনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার (৫ই আগস্ট) রাতে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরই আগের মূল্যে তেল কিনে রাখতে পাম্পগুলোতে ভিড় জমায় বিভিন্ন যানবাহনের চালকরা। এমন পরিস্থিতে তেল সরবরাহ কিছুটা কমিয়ে দেয় পাম্প কর্তৃপক্ষ।

ডোমার সদরের মেসার্স আমিনা ফিলিং স্টেশন ও ডোমার ফিলিং স্টেশনে সরেজমিনে জ্বালানী তেল কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

রাশিদুল ইমরান নামে এক ক্রেতার সাথে কথা বললে তিনি বলেন, রাত ১২টার পর পেট্রোলের দাম বেড়ে যাওয়ার খবরে কিনতে এসেছি। লিটারে ৪৪ টাকা মূল্যবৃদ্ধি আমাদের মতো মধ্যবিত্তের জন্য অনেক বেশি হয়ে যায়। বেতন বা উপার্জন অনুযায়ী এমন মূল্যবৃদ্ধি চলতে থাকলে আমরা মাঠে মারা যাবো।

উল্লেখ্য, ৬ই আগস্ট থেকে প্রতি লিটারে পেট্রোল ১৩০ টাকা, অকটেন ১৩৫ টাকা ও ডিজেল ১১৪ টাকা মূল্যে বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news