নন্দীগ্রামে গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, নন্দীগ্রাম

৫ আগস্ট, ২০২২, ১ year আগে

নন্দীগ্রামে গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার

কখনো র‍্যাবের সোর্স কখনো ডিবির সোর্স পরিচয় দিয়ে এলাকায় আতংক ছড়িয়ে মরণ নেসা মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ইউনিয়নের গছাইল গ্রামের হাফিজার রহমানের ছেলে বুলবুল (৩৪)। অবশেষে নন্দীগ্রাম থানা পুলিশের হাতে গাঁজা সহ গ্রেফতার হলেন এই মাদক সম্রাট।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় বুধবার (৩ আগষ্ট) বিকেল ৫টায় এসআই চাঁন মিয়া, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই মিন্টু, এএসআই রেজেক আলীর চৌকস টিম গছাইল গ্রামে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে।

গ্রামবাসী জানান, গছাইল গ্রামটি শাজাহানপুর-নন্দীগ্রামের সীমানা ঘিষে হওয়ায় মাদক ব্যবসায় টার্নিং পয়েন্ট হিসেবে নিয়েছিল মাদক সম্রাট বুলবুল। নন্দীগ্রামের প্রশাসন টের পেলে বুলবুল শাজাহানপুর সীমানায় অবস্থান নেয় এবং শাজাহানপুরের প্রশাসন টের পেলে নন্দীগ্রাম সীমানায় অবস্থান নেই।

সে মূলত ইয়াবা ব্যবসায়ী। তবে গাঁজার ও সাপ্লায়ার। সে বেশির ভাগ মাদক সাপ্লাই দেয় শাজাহানপুরের সাইডে। মাদক সেবীরা বেশিরভাগ পালাহার গ্রামের ভিতের রাস্তা এবং মহিশমারা গ্রামের পূর্ব পার্শের রাস্তা ব্যবহার করতো। দিন রাত ২৪ ঘন্টাই গ্রামে অচেনা মটর সাইকেল আরোহীদের দৌরাত্ব এতো বেরে গিয়েছিল যে গ্রামবাসী আতংক নিয়ে বসবাস করছিল।

কেউ প্রতিবাদ করলে এই বুলবুল তাকে বাড়ি থেকে তুলে এনে গ্রামবাসীর সামনেই অমানবিক নির্যতন সহ মারধর এবং চাকু মারার ঘটনাও ঘটাতো। কাউকে ডিবি পুলিশ দিয়ে তুলে নিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দিত। মাদকের পাশাপাশি বুলবুল এলাকায় ত্রাসের রাজত্য গড়ে তুলেছে বলে জানান গ্রামবাসী।

উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, কয়েক ঘন্টার অভিযানে থানার চৌকস টিক মাদক ব্যবসায়ী বুলবুল কে গাঁজা সহ গ্রেফতার করেছে।তার নামে পূর্বে ৫টি মাদক মামলা রয়েছে। আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /আব্দুল আহাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news