কুখ্যাত ইয়াবা ব্যাবসায়ীর স্ত্রী ইয়াবাসহ গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, বানিয়াচং

৪ আগস্ট, ২০২২, ১ year আগে

কুখ্যাত ইয়াবা ব্যাবসায়ীর স্ত্রী ইয়াবাসহ গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে কুখ্যাত এক ইয়াবা ব্যাবসায়ীর স্ত্রীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে থানা পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে কুখ্যাত এই ইয়াবা ব্যবসায়ী সিএনজি ষ্টেশনের ম্যানেজার সালেক পালিয়ে যায়।

এসময় পুলিশ তার ঘর তাল্লাশী করে বিপুল পরিমান ইয়াবা ও ইয়াবার খালি প্যাকেট ও কিছু নগদ টাকাসহ ব্যাবসার সহযোগীকারী হিসেবে সালেকের স্ত্রীকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানাযায় যে,গত ৩ আগষ্ট বুধবার গভীর রাতে বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের নির্দেশে এস আই অমিতাভ দাস তালুকদার নেতৃত্বে এএসআই সাদ্দাম হোসেন।

এএসআই তোহাসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ- পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দোয়া খানী মহল্লার মৃত রেশম উল্লার পুত্র ৩ নং ইউপি অফিসের পার্শ্ববর্তী সিএনজি অটোরিকশা সমিতির ম্যানেজার ও বানিয়াচং সিএনজি শ্রমিক সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক ছালেহ মিয়াকে আটক করতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।

এদিকে পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সালেক। কিন্তু এসময় স্হানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ডের সাবেক ও বর্তমান সদস্যসহ আশপাশের নারী পুরুষের উপস্হিতিতে তার বাড়ীতে তাল্লাশী চালিয়ে সালেকের বিছানার নিচ থেকে ৪শত ৯৬পিছ ইয়াবাসহ স্ত্রী সাজিরুন বেগম (৩০) কে আটক করে থানায় নিয়ে আসেন।

আজ ৪আগষ্ট বানিয়াচং থানায় মাদক আইনে মামলা দিয়ে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। অন্যদিকে সালেকের স্ত্রীকে গ্রেফতারের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক ওয়ার্ড মেম্বারসহ উপস্থিত দুই-একজ মহিলা জানান পুলিশ সালেকের ঘর থেকে তাদের সামনে ১২শ'র মতো ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা রাখার ৩ শ'র মতো হালি প্যাকেট এবং নগদ কিছু টাকাও উদ্ধার করেন।

কিন্তু মামলায় ৪৯৬পিছ উদ্ধার ও মামলা দায়েরের ঘটনাটি থানা পুলিশের অফিশিয়াল আইডি থেকে জানাজানি হয়ে পড়লে এনিয়ে নানান গুঞ্জন ও আলাপ আলোচনার জন্ম নেয়। দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সালেক ইয়াবার ডিলারি ও খুচরা ব্যাবসা করে আসছিলো বলে জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ ইয়াবা ব্যবসায়ী সালেহকে গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে থানা সূত্রটি নিশ্চিত করেন। উল্লেখ্য,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে ২৩মে ২০১৮ সালে ইয়াবা ব্যাবসায়ী সালেক আহমদকে ইয়াবা গ্রেফতার করা হয়। এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় দেব জানান,বানিয়াচং থানার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পত্রিকাএকাত্তর /আকিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news