টিসিবি এর পন্য নিতে এসে বেহুস

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

৩ আগস্ট, ২০২২, ১ year আগে

টিসিবি এর পন্য নিতে এসে বেহুস

বগুড়া শেরপুর উপজেলার ২নং গাড়িদহ ইউনিয়ন পরিষদের আওতাধীন ১৬৪৫ জন টিসিবি ফ্যামিলি কার্ডের সুবিধা ভোগী।উক্ত পন্য মেসার্স গালিব ট্রেডাস ৮২৩।এবং মেসার্স মেহেদী ট্রেডাস ৮২২ টি কার্ডের পন্য বিক্রি করার জন্য ডিলার হিসাবে দায়িত্ব পালনে কত্যর্বরত রয়েছেন।

উভয়ের কাছে থেকে জানা যায় পন্য বিক্রির প্রথম দিনে গালিব ট্রের্ডাস ৭০০টি এবং মেহেদী ট্রের্ডাস ৭০২টি কার্ডের পন্য বিক্রি করে। এসময় সুবিধা ভোগী লোকের সমাগমের কারনে বাংড়া গ্রামের আব্দুল লতিফের স্ত্রী মোছাঃ সাহিদা বেগম হঠাৎ করে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তার পর উপস্থিতি লোকজন তাকে ধরাধরি করে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে মাথায় পানি ঢেলে সুস্থ করেন।এবিষয়ে তার স্বজনরা জানান,শাহিদা বেগমের পেশার জনিত সমস্যা রয়েছে। হয়তো ভিরের কারনে এবং অতিরিক্ত গরমের কারনে তিনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

উক্ত বিষয়ে ২নং গাড়িদহ মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃতবিবুর রহমান জনান, উক্ত ইউপির ২৮ টা গ্রাম ৯ টা ওয়ার্ডে বিভক্ত এবং জনসংখ্যা প্রায় ৫০ হাজার তার মধ্যে আমরা যোগ্য ১৬৪৫ জনের মধ্যে টিসিবি কাড বরাদ্দ করেছি।আর মহিলা বেহুস হওয়ার কারনে তিনি কোন বক্তব্য করতে রাজি হয়নি।

পত্রিকাএকাত্তর /নুর আলম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news