আমতলীতে সততার উদাহরন দিলেন শামীম গাজী

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

আমতলীতে সততার উদাহরন দিলেন শামীম গাজী

গত চারদিন পূর্বে হারিয়ে যাওয়া টাকা মালিককে ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন শামীম গাজী।

বরগুনা আমতলীতে গত ১০-০১-২০২২ ইংতারিখ ঘটনাটি পৌরসভার সাকিবপ্লাজা চত্বরে শামীম গাজী নামক এক ব্যবসায়ী কিছু টাকা কুরিয়ে পায়।কোন প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় ফেইসবুকে পোস্ট করেও কেউ উপযুক্ত প্রমান ও প্রকৃত মালিক না পাওয়ায় বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি।

শামীম গাজী বলেন,আমি চারদিন আগে নগদ এগারো হাজার টাকা কুরিয়ে পাই,পেয়ে ফেইসবুকে পোস্ট করি কিন্তু কোন সারা পাইনা। পরে আজ হারানোর টাকার প্রকৃত মালিক বাচ্চু মোক্তার আমার কাছে এসে তার টাকা হারানোর কথা স্বীকার করে। তারপর প্রমান সাপেক্ষে তার এগারো হাজার টাকা আমি তার কাছে বুঝিয়ে দেই।

শামীম গাজীর অনুভুতি জানতে চাইলে বলেন, এগারো হাজার টাকা কিছু না এটা হয়ত কয়েকদিনে খরচ করলে ফুরিয়ে যেত কিন্তু যার টাকা হারিয়েছে তার মনের অবস্থা কেমন হয়েছিল একবার ভাবেন।বড় কথা হলো টাকাটা যদি খরচ করা হত মনের কতটুকু শান্তি পাওয়া যেত জানিনা তবে প্রকৃত মালিক কে টাকাটা ফেরত দিতে পেরে আমি ভীষন খুশি।

টাকার মালিক বাচ্চু মোক্তার বলেন,বর্তমান সময়ে কেউ পাওনা টাকাই দেয়না আর কুরিয়ে টাকা তো দূরের কথা সেখানে শামীম গাজী যে উদারতা আর সততার দৃষ্টান্ত দেখালেন সত্যি মানবতা সততা হারিয়ে যাইনি আজও আছে, আমি তার কাছে কৃতজ্ঞ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news