নড়াইলে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

নড়াইল জেলা প্রতিনিধি

২ আগস্ট, ২০২২, ১ year আগে

নড়াইলে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

প্রেমিকের বাড়ীতে প্রেমিকার দু’দিন ধরে অনশন। নড়াইলের কালিয়ায় বিজিবি সদস্য প্রেমিক শামীম মোল্যার বাড়ীতে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে শিরিতাজ পারভীন (৩০) অনশনে বসেন।

তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। রোববার (৩১ জুলাই) বিকালে ও সোমবার (১আগষ্ট) সকালে ওই প্রেমিকা পৌর শহরের মির্জাপুর গ্রামে প্রেমিকের ভাড়া বাড়ীতে অবস্থান করেন।

মেয়েটির আসার খবর পেয়ে শামীমের বাবা-মা বাড়ীতে তালা লাগিয়ে পালিয়ে যান। প্রেমিক শামীম মোল্যা উপজেলার কান্দুরি গ্রামের খায়রুল মোল্যার ছেলে। খাইরুল মোল্যা উপজেলার মাথাভাঙ্গা মধুমতি কারিগরি মহাবিদ্যালয়ের দফতরী কাম নৈশ প্রহরী।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, রোববার (৩১ জুলাই) বিকালে ও সোমবার (১আগষ্ট) সকালে প্রেমিকা শিরিতাজ পারভীন কালিয়া পৌর শহরের মির্জাপুর (কলেজ পাড়া)গ্রামে প্রেমিক শামীমের ভাড়া বাড়িতে বিষের বোতল হাতে অবস্থান করেন।

মেয়েটির আসার খবর পেয়ে শামীমের বাবা-মা রোববার সকালেই বাড়ীতে তালা লাগিয়ে পালিয়ে যান। ওইদিন কালিয়া থানা পুলিশের পরিচয়ে মেয়েটিকে ওই বাড়ী থেকে তাড়িয়ে দিলেও পরেরদিন সকালে আবারও তিনি ওই বাড়ীতে বিয়ের দাবীতে অনশনে বসেন।

তবে স্থানীয়রা তাকে বুঝিয়ে বা ম্যানেজ করে ওই বাড়ী থেকে বিকালে আবারও সরিয়ে তার নিজ বাড়ীতে পাঠিয়ে দেন বলে জানা যায়। এঘটনাটি পৌর শহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শামীম মোল্যা প্রায় ৩ বছর আগে বিজিবির সদস্য হিসেবে চাকুরীতে যোগদান করেন বলে জানা গেছে।

চাকুরী হওয়ার আগে ৮ লক্ষ টাকা যৌতুক নিয়ে উপজেলার বিলব্যাউচ গ্রামের তৈয়েব কাজীর মেয়ে স্বর্ণাকে বিয়ে করেন বলে অভিযোগ উঠেছে। তবে শামীম বিশেষ কারণে বিয়ের খবর দীর্ঘদিন গোপন রাখেন। চাকুরী হওয়ার একবছর পরে অর্থাৎ (চলতি বছরের) দু’মাস আগে স্থানীয় গ্রাম্য সালিশ বৈঠকের মাধ্যমে শামীম স্ত্রী স্বর্ণাকে তালাক দেন।

এ বিষয়ে বিজিবি সদস্য শামীম মোল্যার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, শিরিতাজ পারভীনের সাথে আমার কোন সম্পর্ক ছিলনা। তবে তাকে আমি চিনি। তার বয়স আমার থেকে বেশি। বিধায় বিয়ে করা সম্ভব নয়।

পত্রিকাএকাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news