চন্দনাইশে ঝুঁকি নিয়ে সেতুতে চলছে যানবাহন

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

১ আগস্ট, ২০২২, ১ year আগে

চন্দনাইশে ঝুঁকি নিয়ে সেতুতে চলছে যানবাহন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গুরুত্বপূর্ণ আবদুল বাড়ি হাঁট থেকে বাগিচা হাঁট সড়কে কুতুব শাহ এর মাজারের সামনের ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রীজের উপরের ছাদ ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এছাড়া ব্রীজের গার্ডারের সিমেন্ট আস্তর খসে পড়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন ছোট,বড় যানবাহন সহ এলাকার জনসাধারণ যাতায়াত করছে।

স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীরা জানান,চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে অবস্থিত বাগিচাহাঁট থেকে পশ্চিম দিকে সড়কটি আবদুল বাড়ি হাঁট হয়ে সাতবাড়িয়া,বরকল,বরমা,বৈলতলী ইউনিয়ন এবং চন্দনাইশ পৌরসভা,হাসপাতাল,থানা যাতায়াতের জন্য এটি গুরুত্বপূর্ণ সড়ক।

দেয়াং পাড়া,দক্ষিণ গাছবাড়ীয়া,বাদশাহ পাড়া,কুতুব শাহ পাড়া সহ কয়েকটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যমও এই সড়কটি।

স্থানীয় বাসিন্দা সেলিম ও আহমদ নুর জানান, সড়কটি প্রায় ৪০ বছর পূর্বে নির্মিত সড়কের মাঝখানে একমাত্র ব্রীজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। ব্রীজের উপরের অংশ ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়ে গেছে। এছাড়া নীচের অংশের গার্ডারের একাধিক আস্তর খসে পড়ে রড বেরিয়ে আসছে।

পণ্য পরিবহন ও যাতায়াতে ঝুঁকিতে আছি। সন্ধ্যার পর হতে ঝুঁকি নিয়ে চলতে হয়।যেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা।সড়কটি দ্রুত সংস্কারের জন্য পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করছি।

এই অঞ্চলটি বিভিন্ন ধরনের মৌসুমী শাক,সবজি, আখ, ফসল ও মাছ উৎপাদনে প্রসিদ্ধ। উৎপাদিত পন্য পরিবহনে নিতে হচ্ছে ঝুঁকি।সড়কটি উপজেলার মধ্যেবর্তী হওয়ায় আভ্যন্তরীণ যোগাযোগে দূরত্ব কমে ও স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানো যায়, তাই সড়কটিতে সার্বক্ষণিক যানবাহন চলাচল ব্যস্ত থাকে।

পৌরসভা ও সাতবাড়িয়ার সীমান্ত সড়কের এ সেতুর ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র মাহবুবুল আলম বলেন "সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন হওয়ায় পৌরসভার পক্ষে সেতুটি নির্মাণ করা যাবেনা তবে তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন বলে জানান"।

উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,"বিষয়টি নিয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করেছি তবে সেতু নির্মাণ কাজের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় আপাতত উপজেলা চেয়ারম্যানের সাথে সমন্বয় করে সংস্কার এর ব্যবস্থা করব।

এই বিষয়ে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি "জনগণের ভোগান্তি লাঘবে চলতি সপ্তাহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।"

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news