কিশোর নিখোঁজের সাড়ে তিন মাস পর উদ্ধার

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

১ আগস্ট, ২০২২, ১ year আগে

কিশোর নিখোঁজের সাড়ে তিন মাস পর উদ্ধার

গত ২৪ এপ্রিল ২০২২ ইং তারিখে চট্টগ্রাম জেলার রাউজান থানার উরকিরচর এলাকার জনৈক উজ্জল প্রসাদ দেবনাথ র‌্যাব-৭, চট্টগ্রাম এ অভিযোগ করেন যে, তার ছেলে উদয় দেবনাথ পাপন রাহুল (১৪) চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র।

সে গত ১৮ ই এপ্রিল ২০২২ ইং সকাল অনুমানিক ০৮ টায় বাসা থেকে চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে না আসায় তার স্কুল এবং তাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় পরদিন রাউজান থানায় নিখোঁজ সংক্রান্তে একটি ডাইরী করেন যার ডাইরী নং-৮৭২ তারিখ-১৯ এপ্রিল ২০২২ ইং।

উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বিষয়টি মানবিকতার সাথে গ্রহণ করে এবং নিখোঁজ ছেলেকে উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম পহেলা আগষ্ট বেলা ০১:০০ টায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার বাসষ্ট্যান্ড এলাকা হতে নিখোঁজ উদয় দেবনাথ পাপন রাহুল (১৪) কে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তার পিতা-মাতাকে সংবাদ দিলে তারা সেখানে উপস্থিত হয়ে তাদের ছেলেকে সনাক্ত করে। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদ সে নিজেকে অসুস্থ্য বলে জানায় এবং এতদিন কোথায় ছিলো কিভাবে ছিলো কিছুই বলতে পারেনা। উদ্ধারকৃত ভিকটিম উদয় দেবনাথ পাপন রাহুল (১৪) কে তার পিতা-মাতার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news