চিলাহাটি স্থলবন্দরের নির্মাণকাজ পরিদর্শনে সচিব


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২২/১০/২০২২, ৮:৫৫ অপরাহ্ণ / ৬৭২
চিলাহাটি স্থলবন্দরের নির্মাণকাজ পরিদর্শনে সচিব

ভারতের হলদিবাড়ির সাথে বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি সীমান্ত দিয়ে সরাসরি ব্রডগেজ রেল যোগাযোগ স্থাপনে বাংলাদেশ অংশের নির্মাণকাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. মামুন আল রশিদ।

শনিবার (২২শে অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটিতে নির্মাণকাজ পরিদর্শন করেন—বর্তমান সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. মামুন আল রশিদ। এসময় নির্মাণ প্রকল্পের দায়িত্বরত পিডি আব্দুর রহিম ও ম্যাক্স ইন্টারন্যাশনালের পিডি রোকনুজ্জামান শিহাব উপস্থিত ছিলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. মামুন আল রশিদ সাংবাদিকদের জানান, প্রকল্পের পরিকল্পনা সভায় আমি উপস্থিত ছিলাম। আজ সরেজমিনে এসে নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করলাম। প্রকল্পটির যদি কোনোকিছু প্রয়োজন থাকে, তাহলে সেসব বিষয়ে আমি পরবর্তী সভায় আলোচনা করবো। অনতিবিলম্বে প্রকল্পের কাজ সম্পন্ন করার  চেষ্টা চলছে।

পত্রিকা একাত্তর / রিশাদ