মসজিদ কমিটির দুর্নীতি প্রতিবাদ করায় অতর্কিত হামলা!

ভোলা জেলা প্রতিনিধি

২৪ জুলাই, ২০২২, ১ year আগে

মসজিদ কমিটির দুর্নীতি প্রতিবাদ করায় অতর্কিত হামলা!

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মসজিদ কমিটির সভাপতির দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় মোঃ জাহাঙ্গীর মাল (৬০) ও মোঃ রুবেল (৩০) নামের দুই মুসল্লীর উপর ফিল্মী স্টাইলে হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে রফিক মাস্টার গংদের বিরুদ্ধে।

আহতদের মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলো ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিন চরপাতা গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর মাল (৬০) এবং তা ছেলে মোঃ রুবেল (৩০).

ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ চরপাতা গ্রামের দক্ষিন তনুল্যা মাল জামে মসজিদ এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ বছর যাবৎ পশ্চিম ইলিশা ইউনিয়নের চরপাতা গ্রামের তনুল্ল্যা মাল জামে মসজিদটির নামে সরকারি বেসরকারি বিভিন্ন অনুদানের টাকা এবং মসজিদের পাশে মৃত ব্যাক্তিদের জন্য কবর দেওয়ার জন্য জায়গায় বিক্রির টাকা বর্তমান সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাষ্টার আর্তসাৎ করার প্রতিবাদ করায় ২৩ জুলাই সকাল ১০টার দিকে রফিক মাস্টারের নির্দেশ মোতাবেক

আব্বাস (৩২) পিতাঃ রফিকুল ইসলাম, মোঃসবুজ(৩৫)পিতাঃ ছগির মাস্টার,মোঃ ইমরান (৩০)পিতাঃ রুহুল আমিন সহ ৬/৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ মোঃ জাহাঙ্গীর মাল এবং মোঃ রুবেল উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারাত্মক জখম করেছে।

আহত জাহাঙ্গীর মাল জানান,দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এলাকার তনুল্ল্যা জামে মসজিদের নামের সরকারি-বেসরকারী বিভিন্ন অনুদানের টাকা বর্তমান সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাষ্টার ক্ষমতার অপব্যবহার করে অর্থ আর্তসাৎ করে আসছে। তার প্রতিবাদ করার কারনে আমার এবং আমার ছেলের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে আহত করেছে।আমি এর সুস্থ বিচার চাই এবং সভাপতির অপসারণ দাবি করছি।

আহত রুবেল আরো জানান,মোঃ রফিক মাস্টার আমাদের বাপ দাদার রেখে যাওয়া তনুল্ল্যা মাল জামে মসজিদের নাম পরিবর্তন করে হাজ্বী সেকান্দর আলী জামে মসজিদ নাম করন করতে চায়,যা অদ্য এলাকার মুসুল্লিরা মনে নিচ্ছে না। আমিও মুসুল্লিদের সাথে একমতাবলম্বী হয়ে প্রতিবাদ করার কারনে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক জখম করে। আমি এর সুস্থ বিচার চাই।

এ ব্যাপারে মোঃ রফিকুল ইসলাম মাষ্টারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,আমি এ ঘটনা সম্পর্কে কিছু জানি না।আমি কাউকে এমন নির্দেশ দেই নাই।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান,পশ্চিম ইলিশা ইউনিয়নে মসজিদ কে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কোন অভিযোগ বা মামলা হয়নি।আমি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকাএকাত্তর /মহিউদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news