রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় ১৯ টি টিকিট সহ গ্রেফতার

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২৩ জুলাই, ২০২২, ১ year আগে

রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় ১৯ টি টিকিট সহ গ্রেফতার

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, চট্টগ্রাম মহানগরীর কোতায়ালী থানাধীন চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনস্থ সাধারণ শ্রেণীর বিশ্রামাগারের সামনে কতিপয় ব্যক্তি রেলের টিকেট কালোবাজারে উচ্চমূল্যে বিক্রি করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই বৃহস্পতিবার রাত ০৯:২৫ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনাকালে ০১জন যাত্রীর নিকট উচ্চমূল্যে টিকেট বিক্রয়কালীন সময় একজন প্রতারক মোঃ হাসান আলী (৩২), পিতাঃ মৃত আলাল উদ্দিন, সাং টাঙ্গাটিপাড়া, থানাঃ গৌরিপুর, জেলাঃ ময়মনসিংহ’কে হাতেনাতে আটক করে।

পরবর্তীতে ধৃত আসামীদের তল্লাশী করে তার নিকট হতে চট্টগ্রাম হতে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকেট এবং টিকেট বিক্রয়ের মোট ৪,৫৫০/- টাকা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বর্ণিত স্থানে রেলওয়ে টিকেট উচ্চমূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও ধৃত আসামী আরো স্বীকার করে যে, সে টিকেট কালো বাজারীর মাধ্যমে রেলের টিকেট সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরী করে অধিক পরিমান মুনাফা অর্জনের জন্য গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করত।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news