মাতুয়াইলে যাত্রীবাহী বাস উল্টে ২০জন আহত

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা জেলা প্রতিনিধি

২২ জুলাই, ২০২২, ১ year আগে

মাতুয়াইলে যাত্রীবাহী বাস উল্টে ২০জন আহত

রাজধানীর মাতুয়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত হয়েছেন অন্তত ২০ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের উদ্ধার করে।শুক্রবার (২২ জুলাই) সকাল ০৬:৩০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ৫ থেকে ৬ জনের অবস্থা গুরুতর।

শাহ আলম জানান (আহত রফিক নামে এক যাত্রীর বড় ভাই), রফিক নারায়ণগঞ্জের বন্দর এলাকায় থাকেন। বন্ধন পরিবহনের একটি বাসে করে ঢাকায় আসছিলেন ভোরে সেখান থেকে। মাতুয়াইলে বাসটি উল্টে গেছে এই খবরটি তিনি সকালে মোবাইলে পান।

এতে সব যাত্রী আহত হয়েছেন। রফিকসহ সবাইকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেলে। এরপর তিনি হাসপাতালে এসে তার ভাই রফিককে আহত অবস্থায় দেখতে পান। শাহ আলম একই রাস্তা দিয়ে আসার পথে রাস্তায় বন্ধন পরিবহনের সেই বাসটিকে উল্টে থাকতে দেখেন।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার শামীম রেজা জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে যাওয়ার সময় মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ইউলুপের কাছাকাছি বন্ধন পরিবহনের বাসটি উল্টে যায়। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।

এতে বাসে থাকা সব যাত্রী কম বেশি আহত হন। তাদের মধ্যে অন্তত ২০ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনায় এখনো কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ডিউটি অফিসার শামীম রেজা।

পত্রিকাএকাত্তর /আল-আমিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news