বগুড়ায় অজানা সুরঙ্গ, আতংকিত পুরো গ্রাম

শেরপুর, বগুড়া প্রতিনিধি

শেরপুর, বগুড়া প্রতিনিধি

২১ জুলাই, ২০২২, ১ year আগে

বগুড়ায় অজানা সুরঙ্গ, আতংকিত পুরো গ্রাম

এলাকার পাইকড় ইউপির বাগইল পশ্চিম পাড়া গ্রামে মৃত আবর উদ্দিনের পুত্র মোঃ নুরুল ইসলামের পুকুরে এ রহস্যজনক সুরঙ্গের খোঁজ পাওয়া গেছে। পানি ভর্তি পুকুরের ভেতর সুরঙ্গের সৃষ্টি হয়ে প্রায় ২০০/২৫০ কেজি মাছ সহ পানি, সুরঙ্গ দিয়ে মাটির গভীরে নেমে গেছে।

গত ১৮ জুলাই সোমবার হঠাৎ করেই পুকুরের পানি ১০/১৫ ফিট উঁচু নিচু হতে হতে একসময় পানি স্থীর হয়। এমন অস্বাভাবিক ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। সেদিনের মত পুকুরের পানি শান্ত হলেও ১৯ জুলাই মঙ্গলবার বিকেলে আকস্মিক ভাবে পুকুরের মাছ সহ পানি নিচের দিকে দেবে যায়।

পরে পানিশূন্য কাঁদা মাখা পুকুরে দেখা যায় একটি সুরঙ্গ। অলৌকিক সুরঙ্গটি দেখার জন্য শতশত উৎসুক জনতা ভির জমায় কাহালু উপজেলার পাইকড় ইউপির বাগইল পশ্চিম পাড়া নুরুল ইসলামের পুকুরপাড়ে।

স্থানীয় সূত্রে জানাযায় প্রায় ২০বছর আগে বোরিং করে পুকুর থেকে বালু উত্তোলন করা হয়। স্থানীয়দের ধারনা পুকুর থেকে বালু উঠানোর জন্যেই, পুকুরের মাঝখানে এমন সুরঙ্গের সৃষ্টি হয়েছে।

পত্রিকাএকাত্তর /নুর আলম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news