সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ

২১ জুলাই, ২০২২, ১ year আগে

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ২০ জুলাই (বুধবার) রাতে উপজেলার নেপাল চন্দ্র রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায়ের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। যার জিডি নং- ৯৪৩

সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (ওসি,তদন্ত) এমএ আজিজ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।জিডি সূত্রে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ঈদকে কেন্দ্র করে ঢাকা গামী ট্রেনের টিকেট কালোবাজারি করে অধিক দামে বিক্রি করে আসছে শ্যামল।

টিকেট কালোবাজারির বিষয়টি যাচাই বাছাই করে তথ্য প্রমাণের ভিত্তিতে ট্রেনের টিকেট কালোবাজারির নেপথ্যে শ্যামল শিরোনামে সংবাদ প্রচার করেন সংবাদকর্মী রাশেদুল ইসলাম রাশেদ।

ওই সংবাদের জের ধরে গত ১৩ জুলাই শ্যামল চন্দ্র ০১৭৬৭১১৫৭৭১ নম্বর থেকে সংবাদকর্মী রাশেদুল ইসলাম রাশেদের ব্যবহৃত মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেন।

পরে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরী (জিডি) করেন সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ।এ ঘটনায় গাইবান্ধা জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

পত্রিকাএকাত্তর /হযরত বেল্লাল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news