খুলনা-মাওয়া মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

জেলা প্রতিনিধি | বাগেরহাট

জেলা প্রতিনিধি | বাগেরহাট

১৯ জুলাই, ২০২২, ১ year আগে

খুলনা-মাওয়া মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের কানাই পুকুর নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকাগামী পর্যটক পরিবহন ও খুলনাগামী সেতু ডিলাক্স এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারালে ঢাকাগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় সড়কে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ফকিরহাট উপজেলার কানাই পুকুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news