এখন থেকে ‘বদ মেজাজ’ চালাবেন নিহত কবিরের ছোট ভাই

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৯ জুলাই, ২০২২, ১ year আগে

এখন থেকে ‘বদ মেজাজ’ চালাবেন নিহত কবিরের ছোট ভাই

জনপ্রিয় ফেসবুক পেজ ‘বদ মেজাজ’র প্রধান অ্যাডমিন ও কন্টেন্ট নির্মাতা কবির হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। এখন থেকে তার ওই ফেসবুক পেজে কন্টেন্ট নির্মাণ করবেন তার ছোট ভাই জাহিদ হোসেন।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বদ মেজাজ পেজের অ্যাডমিন এবং কবিরের বন্ধু একরাম হোসাইন পত্রিকা একাত্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১০ লাখ অনুসারীর বদ মেজাজ ফেসবুক পেজে বিভিন্ন রোস্টিং ভিডিও করে সারাদেশে আলোচনায় আসেন ওই পেজের প্রধান অ্যাডমিন কবির হোসেন। তার মৃত্যুর পর জনপ্রিয় ওই পেজের সকল দায়িত্ব তার ছোট ভাই জাহিদকে বুঝিয়ে দেওয়া হবে।

কবিরের ছোট ভাই জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার ভাইয়ের স্বপ্ন ছিল বদ মেজাজ পেজের মাধ্যমে সারা বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করা। তার মৃত্যুর ফলে ওই পেজ আমি চালাব। দর্শকের চাহিদা অনুযায়ী কন্টেন্ট নির্মাণ করে আপলোড করব।

তবে কাউকে নিয়ে রোস্টিং ভিডিওটা কম করব। আমার আর ভাইয়ের বয়সের ব্যবধান মাত্র দুই বছরের। তাই আমরা বন্ধুর মতো চলাফেরা করতাম। ভাইয়ের তৈরি করা ওই পেজের জনপ্রিয়তা ধরে রাখতে দর্শকের চাহিদা অনুযায়ী কন্টেন্ট নির্মাণ করে পেজে আপলোড করব। কবিরের মতো সফলতা ধরে রাখতে দেশবাসীর কাছে দোয়া এবং সমর্থন চেয়েছেন জাহিদ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news