সংস্কৃতিকর্মী লায়লা শারমিন মিষ্টির জানাজা ও দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ জুলাই, ২০২২, ১ year আগে

সংস্কৃতিকর্মী লায়লা শারমিন মিষ্টির জানাজা ও দাফন সম্পন্ন

নীলফামারীর ডোমারের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, ডোমার নাট্য সমিতি ও মিলনায়তনের আজীবন সদস্য লায়লা শারমিন মিষ্টি’র জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯শে জুলাই) বাদ জোহর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজে অংশগ্রহণ করেন জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ সহ তাঁর আত্মীয়স্বজন, সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা।

গতকাল সোমবার (১৮ই জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টায় রংপুর ডক্টরস কমিউনিটি হাসপাতালে মাথায় ও শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

লায়লা শারমিন মিষ্টি ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি (ধনীপাড়া) গ্রামের মরহুম মোতালেব’র কন্যা। তাঁর স্বামী ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এবং ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান সোহাগ।

মৃত্যুকালে সংস্কৃতিকর্মী লায়লা শারমিন মিষ্টি স্বামী, ছোট কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। তাঁর অকাল মৃত্যুতে শোকাভিভূত ডোমারের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিকবৃন্দ।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news